বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান।
৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে কেবল সিলেট বিভাগের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি চলবে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখের মত।
২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে এবার। তবে কোথাও বন্যা দেখা দিলে শুধু ওই এলাকার পরীক্ষেই যে স্থগিত করা হবে, তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গত ৫ জুন সচিবালয়ে এক সভার পর সাংবদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা চলাকালে আবহাওয়ার যে পূর্বাভাস আছে, আমাদের বিভিন্ন নদীর পানি ঊর্ধ্বমুখী, সেখানে বিপৎসীমা অতিক্রম করছে, সেটা নিয়ে এরই মধ্যে আমরা অবগত। যেসব কেন্দ্র এবং অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি।
“যে অঞ্চলগুলোতে বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে। পরে সেই পরীক্ষাগুলা নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে।”
মন্ত্রী যে সময় ওই বক্তব্য দিয়েছিলেন, তখনও প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। কয়েক দিনের মধ্যে সেখানে পরিস্থিতির উন্নতি হলেও ঈদের দুদিন আগে থেকে টানা বৃষ্টিতে ফের বন্যা দেখা দিয়েছে ওই অঞ্চলে।
এ বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জ এখন মোটামুটি পানির নিজেই ডুবে আছে। সিলেটের বেশিরভাগ এলাকাও প্লাবিত। বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিচু এলাকাতেও।
সব মিলিয়ে এ বিভাগের ১৬ লাখ মানুষ এখন পানিবন্দি। অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানও এখন পানির নিচে। যেসব স্কুল বন্যার কবলে পড়েনি, সেগুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে।
প্রবল বর্ষণ আর বন্যার কারণে গতবারও তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছাতে হয়েছিল। অন্য সব বোর্ডের পরীক্ষা ১৭ অগাস্ট শুরু হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ অগাস্ট থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৯ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট বিভাগ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আটটি (সিলেট শিক্ষা বোর্ড ছাড়া) সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৩০ জুন থেকে অনুষ্ঠিত হবে।