মেয়েদের কষ্টের পিক/ইমোশনাল কান্নার ছবি
কান্না মানুষের এক সহজাত প্রবৃত্তি।মানুষের জীবন বিভিন্ন আবেগের সমষ্টি, তার মধ্যে অন্যতম কষ্টকর আবেগ হলো কান্না। মানুষ নিজের কষ্টকে প্রকাশ করার প্রথম ভাষা তাই কান্নাকেই বেছে নেয়। এই সূক্ষ্ম আবেগটি পুরোপুরি ভাবে স্বয়ংক্রিয়।
কান্নার বিভিন্ন প্রকারভেদ
মানুষের এই অন্তর্নিহিত সূক্ষ্ম আবেগ অর্থাৎ কান্নার বিভিন্ন প্রকারভেদ ও রয়েছে , যেমন, নিজের খুব প্রিয় মানুষকে চিরতরে হারিয়ে ফেলার কান্না, ভালোবাসা জনিত বিচ্ছেদের কান্না, অসফল হওয়ার পরে কান্না, ঝগড়া ঝাটি বা ভুল বোঝাবুঝির পরে কান্না, শরীরে আঘাত লাগা জনিত কান্না, ঈশ্বরকে প্রার্থনা করাকালীন কান্না, কিছু না পাওয়ার কারণে কান্না, একাকিত্বের কারণে কান্না, আবার অত্যন্ত আবেগ বা আনন্দ স্বরূপ কান্নার বহিঃপ্রকাশ হয়।
কান্নার ছবি:
মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে আর তার থেকে দূরে চলে যেতে হয়, বা নিজের ভালোবাসার মানুষটি থেকে বিতাড়িত হলে যে কষ্ট পায় সেই কারণে যে কান্না সৃষ্টি হয় সেরকম কিছু ছবি নিচে পোস্ট করা হলো:
কান্না করা পিক
মানুষের চোখেই তার শরীরের মধ্যে একটি মাত্র অঙ্গ যা মানুষের দুঃখ ও কষ্ট ব্যক্ত করে সঠিকভাবে। একটি মানুষের চোখ দেখেই বোঝা যায় যে কতটা সে কষ্ট সহ্য করেছে, তার চোখের জলই তার প্রমাণ দেয়।
মেয়েদের কষ্টের কান্নার ছবি/ কান্নার পিক
বলা হয়ে থাকে যে ছেলেদের থেকে মেয়েরাই বেশি আবেগপ্রবণ এবং অতি অল্পেই তারা কষ্ট পায় এবং সেই কষ্টের প্রকাশ তাদের চোখের জলের মাধ্যমে হয়। পোস্ট করা হলো এমনই কিছু মেয়েদের কান্নার পিকচার।
ইমোশনাল কান্নার পিকচার
বিভিন্ন আবেগ তাড়িত কারণে মেয়ে নির্বিশেষে যখন দুঃখে ভেঙে পড়ে তখন সেই দুঃখের ফলস্বরূপ চোখ থেকে কান্না হয়ে তা ঝরে পড়ে। এমনই কিছু ইমোশনাল কান্নার পিকচার নিচে পোস্ট করা হলো।
মেয়েদের সেরা দুঃখের ছবি
মেয়েরা এমনিতেই খুব সহজে কান্না করতে পারে। তাই মেয়েদের কান্না করার অনেক ছবি আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এসব ছবিগুলো আপনারা এই পোস্টের নিচের দিক থেকে ডাউনলোড করতে পারবেন। এই ছবিগুলো নিজেদের কাছে সেভ করে রাখুন এবং যখন প্রয়োজন পড়বে কাজে লাগান।
ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, নারী /মেয়ে নির্বিশেষে কান্নার বিভিন্ন রকম ছবি নিয়ে সাজানো হয়েছে আজকে আমাদের পোস্টটি। আশা করি এই ছবিগুলো আপনাদের মনের মতন হয়েছে। ছবিগুলি পছন্দ হলে নিজের প্রিয়জনের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না।